aamer sandesh

সন্দেশ তো আমার খুব ভালো লাগে, এতে আবার আম-ও আছে!!

কি গো বানাতে শুরু করলে? কতক্ষণ লাগবে? Kitchen এ এসে অনুপম দেখেন অর্পিতা already ছানা ready করে নিয়েছে, আজ অর্পিতা অনেকদিন বাদে উৎসাহ নিয়ে কিছু করছে। বুবাই চলে যাওয়ার পর অর্পিতা একদম চুপ হয়ে গেছে, কাজকর্ম বিশেষ কিছু করে না, সারাদিন বারান্দায় বসে থাকে, মাঝে মাঝে বুবাই এর ছবির সামনে দাঁড়িয়ে কি যেন বলতে থাকে।

সকালে যখন অর্পিতা বলল যাবে নাকি আজ একবার সোম এর সাথে দেখা করতে? অনুপম না বলেনি, ওই একটা জায়গা তে ই তো গিয়ে একটু শান্তি পায়। বাইরের খাওয়ার তো এখনও খাওয়া বারণ, তাহলে কি কিছু বানিয়ে নিয়ে যাবো? শুনেছিলাম সোম খুব মিষ্টি খেতে ভালোবাসে, আমার বুবাই ও তো মিষ্টি পাগল ছিলো, মনে আছে হোস্টেল এ যাওয়ার সময় নাড়ু, মিষ্টি কত নিয়ে যেতো। আর বাড়ি এলে ই তুমি পায়েস, পিঠে সব বানাতে, আম এর সময় আম ক্ষীর কি ভালই না খেতো। আজ আম দিয়েই বানাও কিছু, সোম এর নিশ্চই ভালো লাগবে।

অর্পিতা তাড়াতাড়ি করে দুধ এর ছানা কাটিয়ে নিলো, ঘরে থাকা হিমসাগর আম এর পাল্প করে রেখেছে। এখন আর ছানা মাখার সময় নেই তাই একটু ব্লেন্ডার e ছানা টা কে ভালো ভাবে ব্লেন্ড করে নিলো। Frying pan এ একটু ঘী দিয়ে ছানা, আম ,চিনি, গুঁড়ো দুধ সাথে একটু দুধে ভেজানো কেশর দিয়ে ভালো ভাবে সন্দেশ এর পাক দিলো। এবার একটা থালাতে ঢেলে একটু কাজু র টুকরো দিয়ে সাজিয়ে কেটে নিলো। নতুন একটা টিফিন বক্স এ ভরে নিচ্ছে সন্দেশ গুলো , মনে হলো বুবাই এর জন্য টিফিন গোছাচ্ছে, চোখ ভরে এলো , কেনো এরকম হলো এরকম তো হওয়ার কথা ছিলো না।

ডাক্তারি তে চান্স পেয়েছিল বুবাই, হোস্টেল এ থাকতো, একদিন রাত এ হোস্টেল থেকে ফোন এলো বুবাই নাকি ছাদ থেকে পড়ে গেছে!! ছুটতে ছুটতে হাসপাতাল এ গিয়ে দেখলো মাথায় ব্যান্ডেজ , বুবাই ICU তে, তারপর বুবাই কোমা তে চলে গেলো, ৩ মাস কোমা তে ছিল , অনুপম আর অর্পিতা সবসময় বুবাই এর সাথে, যদি চোখ খোলে বুবাই, ডাক্তার একদিন বললেন আর চান্স নেই , মন শক্ত করে অনুপম ডাক্তার বাবু কে বলল ছেলে কে তো রাখতে পারলাম না যদি ওর কোনো organ কারোর কাজে লাগে আমরা donate করবো।

সোম এর ছোটবেলা থেকে ই heart এর প্রবলেম, ওর heart transplant এর প্রয়োজন ছিল, বুবাই এর হার্ট transplant হলো সোম এর শরীরে, সোম নতুন জীবন ফিরে পেলো, সোম এর মা বাবা অনুপম আর অর্পিতা র কাছে চিরঋণী , সে কথা তারা বার বার বলেন , অর্পিতা আর অনুপম কয়েক বার গেছে সোম এর সাথে দেখা করতে, সোম এর মধ্যে অনুপম যেন নিজের ছেলে কে খোঁজে, সেটা অর্পিতা বুঝতে পারে।

ড্রাইভার এসে গেছে , সন্দেশ নিয়ে অনুপম আর অর্পিতা বেল্ বাজালো সোম দের ফ্ল্যাট এ। আজ সোম নিজে গেট খুলেছে, এখন অনেক টাই সুস্থ। Uncle এসে গেছো, আমি তো অনেকক্ষণ wait করছি তোমার সাথে chess খেলবো বলে, তাড়াতাড়ি আমার ঘরে চলো। অনুপম তো অবাক, আমরা তো বলে আসিনি। Uncle তোমাকে না বলে আমরা সবাই মিলে আজকের দিনটা প্ল্যান করেছি, আজ father’s day তে বাপি র সাথে তুমি ও থাকবে আমার সাথে, আর aunty বুবাই দাদার ছবিটা এনেছো তো আমরা জন্য?? বুবাই এর ছবিটা সুন্দর করে সাজিয়ে রাখলো টেবিল এ সোম।

অনুপম মিষ্টি র টিফিন বক্স টা নিয়ে সোম কে দিলো, সন্দেশ তো আমার খুব ভালো লাগে , এতে আবার আম ও আছে, দাঁড়াও আগে বুবাই দাদা কে একটু সন্দেশ দিই। বুবাই এর ছবির সামনে একটা প্লেট এ সাজিয়ে দিলো সোম। অনুপম চোখ এর জল ধরে রাখতে পারল না, মনে হলো ছবির র মধ্যে থেকে বুবাই বলছে Happy Father’s Day বাবা।

Uncle কেঁদো না, বাবা দের কে কাদঁতে নেই, অনুপম জড়িয়ে ধরে সোমকে বলে তোর মধ্যে তো আমার বুবাই আছে তাই তোকে বুকে নিয়ে একটু শান্তি পাই।

Uncle বাবারা তো কখনো কিছু চায় না শুধু দিয়েই যায়, তুমি যেমন আমাকে নতুন জীবন দিয়েছো, কিছু তো চাও নি। আজ বুবাই দাদা কে সাথে নিয়ে সবাই মিলে আমরা একটু ভালো থাকার চেষ্টা করি।

Get Exclusive Recipes In your Inbox!

No Spamming. TRUST Me.

Thank you for subscribing to my email newsletter.

Something went wrong.

Get In Touch

We will get back to you soon!

Leave a Comment

Get Exclusive Recipes!

No Spamming. Trust Me!

Thank you for subscribing.

Something went wrong.