baked kala jamun shots

ডিম ছাড়া গুঁড়া দুধের পারফেক্ট কালোজাম মিষ্টি রেসিপি !

Kalojam Mishti recipe in Bengali

বাঙালিদের খুব প্রিয় একটা মিষ্টি হলো ভাজা মিষ্টি – যেমন সরভাজা , পান্তুয়া , লেডিকেনি , ল্যাংচা , বা কালোজাম . আজকে বানাবো আমার খুব পছন্দের বাঙালি মিষ্টির রেসিপি – যাকে কালোজাম মিষ্টি নামে লোকে চেনে । তবে শুধুই কালোজাম নয়, এটাকে আমি একটু অন্য মজাদার ভাবে বানিয়েছি.

আপনারা এটিকে কালো জামুন, বা শাহী গোলাপজাম হিসেবেও চিনতে পারেন, এটি গোলাপজামের মতোই স্বাদে অতুলনীয় । চলো এই ছানার কালোজাম মিষ্টি রেসিপির স্টেপস গুলো দেখে নি !

আর একটা কথা , এই কালোজাম মিষ্টি বানানোর জন্য আমি বাড়িতেই ছানা আর মাওয়া বানিয়ে নিয়েছি . মোটামুটি প্রস্তুতির জন্য লেগেছে প্রায় এক ঘন্টা , আর বানাতে লেগেছে 40 মিনিট মতো.

Check the English version of kalojam recipe here.

…..

গুঁড়ো দুধের কালোজাম মিষ্টি বানানোর উপকরণ:

  • দুধ : 2 প্যাকেট
  • মাওয়া (to be made)
  • ছানা (to be made)
  • ময়দা
  • সুজি
  • বেকিং পাউডার
  • বেকিং সোডা
  • ঘী
  • কেশর (saffron)
  • চিনি
  • পাতি লেবু
  • এলাচ
  • গোলাপ জল

কিভাবে বানাবে ছানার কালোজাম মিষ্টি রেসিপি :

  • মাওয়ার জন্য একটু ঘি গরম করে 1/2 লিটার দুধ ভালো করে ফোটাতে থাকছি . তার মধ্যে কিছু টা গুঁড়ো দুধ দিয়ে continuous নাড়িয়ে যাবো
  • 15 – 20 minutes মতো লাগবে মাওয়া ready হবার জন্য.

এবারে কালো জামের মিষ্টির জন্য ছানাটা করে নেবো :

  • 1 lt দুধ ভালো ভাবে ফুটিয়ে নেবো.
  • দুধটা ফুট-তে শুরু করলে একটু লেবুর রস দিয়ে দেবো … আস্তে আস্তে ছানা কেটে যাবে, লেবুর বদলে vinegar o ব্যবহার করা যায়
  • লেবুর গন্ধটা কাটানোর জন্য ছানাটাকে bhalo ভাবে ধুতে হবে , জলটা ঝরিয়ে নিতে হবে – তার জন্য একটা ছাঁকনির মধ্যে ছানা টা রেখে দিলাম.

এবারে চিনির সিরাপ টা ready করবো.

  • 2 কাপ চিনির সাথে 2 কাপ জল দিলাম,
  • সাথে একটু ছোট এলাচ দিলাম
  • একটু কেশর দিয়ে ভালো ভাবে ফুটিয়ে নিচ্ছি,
  • 2 ফোঁটা গোলাপ জল দিলাম
  • খুব বেশি ঘন যাতে না হয়ে .. শেষে একটু লেবুর রস দিয়ে দিলাম .

ছানার কালোজাম গুলো এবারে বানাবো

  • ekta বড়ো থালা তে মাওয়া, ছানা , ময়দা, সুজি, একটু ghee দিয়ে ভালো ভাবে মেখে নিচ্ছি, একদম মিহি করে মাখতে হবে.
  • যখন তেল বেরোতে শুরু করবে বুঝতে হবে মাখা হয়ে গেছে .
  • এর মধ্যে থেকে ছোট ছোট গোল বল বের করে নিচ্ছি – তবে এটা অনেকে cylinder shape করেও বানান , চাইলে এর মধ্যে food colour use করা যায়. কিন্তু আজ আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি.
  • যেহেতু কালো জাম তাই একটু কড়া করে ভাজতে হবে, একটু সময় বেশি লাগবে যাতে পুড়ে না যায়|
  • এরপর চিনির রসে দিয়ে 5 minutes ফুটিয়ে ঢাকা দিয়ে 30 minutes মতো রেখে দিতে হবে ।

finally, ক্ষীর দিয়ে বানাবো বেকড কালোজাম মিষ্টি

  • কালোজাম তো রেডি
  • আজ এটা বেকড করবো তার জন্য একটা ক্ষীর বানিয়ে নেবো ।
  • 1/2 lt মতো দুধ ফোটালাম, ওর মধ্যে এলাচ কিছু থেঁতো করে দিয়ে দিলাম|
  • অল্প করে milk powder মিশিয়ে নিলাম, 2 spoon মতো চিনি দিলাম,
  • আগে থেকে একটু দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম ওটা মিশিয়ে নিলাম|
  • দেখো ক্ষীর ready, বেশি ঘন করলাম না কারণ এটা আবার রান্না হবে ওভেনে ।
  • একটা oven proof dish e একটু ঘি ব্রাশ করে নিলাম|
  • ওর মধ্যে প্রথমে ক্ষীর দিয়ে কালোজাম মিষ্টি গুলো সাজিয়ে ওপর থেকে আরও ক্ষীর দিলাম
  • Pre-heated ওভেনে 20 minutes মতো গ্রিল করে নিলাম।
  • দেখো খুব সুন্দর ভাবে bake হয়েছে। এটা এবার serve করবো|
  • কালোজাম-ও হলো তার সাথে baked kalojam o হলো, দুটো মিষ্টি বানালাম একই সাথে!

Get Exclusive Recipes In your Inbox!

No Spamming. TRUST Me.

Thank you for subscribing to my email newsletter.

Something went wrong.

Get In Touch

We will get back to you soon!

Leave a Comment

Get Exclusive Recipes!

No Spamming. Trust Me!

Thank you for subscribing.

Something went wrong.