Kalojam Mishti recipe in Bengali
বাঙালিদের খুব প্রিয় একটা মিষ্টি হলো ভাজা মিষ্টি – যেমন সরভাজা , পান্তুয়া , লেডিকেনি , ল্যাংচা , বা কালোজাম . আজকে বানাবো আমার খুব পছন্দের বাঙালি মিষ্টির রেসিপি – যাকে কালোজাম মিষ্টি নামে লোকে চেনে । তবে শুধুই কালোজাম নয়, এটাকে আমি একটু অন্য মজাদার ভাবে বানিয়েছি.
আপনারা এটিকে কালো জামুন, বা শাহী গোলাপজাম হিসেবেও চিনতে পারেন, এটি গোলাপজামের মতোই স্বাদে অতুলনীয় । চলো এই ছানার কালোজাম মিষ্টি রেসিপির স্টেপস গুলো দেখে নি !
আর একটা কথা , এই কালোজাম মিষ্টি বানানোর জন্য আমি বাড়িতেই ছানা আর মাওয়া বানিয়ে নিয়েছি . মোটামুটি প্রস্তুতির জন্য লেগেছে প্রায় এক ঘন্টা , আর বানাতে লেগেছে 40 মিনিট মতো.
Check the English version of kalojam recipe here.
…..
গুঁড়ো দুধের কালোজাম মিষ্টি বানানোর উপকরণ:
- দুধ : 2 প্যাকেট
- মাওয়া (to be made)
- ছানা (to be made)
- ময়দা
- সুজি
- বেকিং পাউডার
- বেকিং সোডা
- ঘী
- কেশর (saffron)
- চিনি
- পাতি লেবু
- এলাচ
- গোলাপ জল
কিভাবে বানাবে ছানার কালোজাম মিষ্টি রেসিপি :
- মাওয়ার জন্য একটু ঘি গরম করে 1/2 লিটার দুধ ভালো করে ফোটাতে থাকছি . তার মধ্যে কিছু টা গুঁড়ো দুধ দিয়ে continuous নাড়িয়ে যাবো
- 15 – 20 minutes মতো লাগবে মাওয়া ready হবার জন্য.
এবারে কালো জামের মিষ্টির জন্য ছানাটা করে নেবো :
- 1 lt দুধ ভালো ভাবে ফুটিয়ে নেবো.
- দুধটা ফুট-তে শুরু করলে একটু লেবুর রস দিয়ে দেবো … আস্তে আস্তে ছানা কেটে যাবে, লেবুর বদলে vinegar o ব্যবহার করা যায়
- লেবুর গন্ধটা কাটানোর জন্য ছানাটাকে bhalo ভাবে ধুতে হবে , জলটা ঝরিয়ে নিতে হবে – তার জন্য একটা ছাঁকনির মধ্যে ছানা টা রেখে দিলাম.
এবারে চিনির সিরাপ টা ready করবো.
- 2 কাপ চিনির সাথে 2 কাপ জল দিলাম,
- সাথে একটু ছোট এলাচ দিলাম
- একটু কেশর দিয়ে ভালো ভাবে ফুটিয়ে নিচ্ছি,
- 2 ফোঁটা গোলাপ জল দিলাম
- খুব বেশি ঘন যাতে না হয়ে .. শেষে একটু লেবুর রস দিয়ে দিলাম .
ছানার কালোজাম গুলো এবারে বানাবো
- ekta বড়ো থালা তে মাওয়া, ছানা , ময়দা, সুজি, একটু ghee দিয়ে ভালো ভাবে মেখে নিচ্ছি, একদম মিহি করে মাখতে হবে.
- যখন তেল বেরোতে শুরু করবে বুঝতে হবে মাখা হয়ে গেছে .
- এর মধ্যে থেকে ছোট ছোট গোল বল বের করে নিচ্ছি – তবে এটা অনেকে cylinder shape করেও বানান , চাইলে এর মধ্যে food colour use করা যায়. কিন্তু আজ আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি.
- যেহেতু কালো জাম তাই একটু কড়া করে ভাজতে হবে, একটু সময় বেশি লাগবে যাতে পুড়ে না যায়|
- এরপর চিনির রসে দিয়ে 5 minutes ফুটিয়ে ঢাকা দিয়ে 30 minutes মতো রেখে দিতে হবে ।
finally, ক্ষীর দিয়ে বানাবো বেকড কালোজাম মিষ্টি
- কালোজাম তো রেডি
- আজ এটা বেকড করবো তার জন্য একটা ক্ষীর বানিয়ে নেবো ।
- 1/2 lt মতো দুধ ফোটালাম, ওর মধ্যে এলাচ কিছু থেঁতো করে দিয়ে দিলাম|
- অল্প করে milk powder মিশিয়ে নিলাম, 2 spoon মতো চিনি দিলাম,
- আগে থেকে একটু দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম ওটা মিশিয়ে নিলাম|
- দেখো ক্ষীর ready, বেশি ঘন করলাম না কারণ এটা আবার রান্না হবে ওভেনে ।
- একটা oven proof dish e একটু ঘি ব্রাশ করে নিলাম|
- ওর মধ্যে প্রথমে ক্ষীর দিয়ে কালোজাম মিষ্টি গুলো সাজিয়ে ওপর থেকে আরও ক্ষীর দিলাম
- Pre-heated ওভেনে 20 minutes মতো গ্রিল করে নিলাম।
- দেখো খুব সুন্দর ভাবে bake হয়েছে। এটা এবার serve করবো|
- কালোজাম-ও হলো তার সাথে baked kalojam o হলো, দুটো মিষ্টি বানালাম একই সাথে!
Get Exclusive Recipes In your Inbox!
No Spamming. TRUST Me.
Thank you for subscribing to my email newsletter.
Something went wrong.